নিঝুম, প্রথমেই আপনাকে congratulations জানাই এমন অসাধারণ একটি প্রশ্নের জন্য!! কারণ এই প্রশ্নের যে এমন অসাধারণ উত্তর হবে সেটা আগে ধারণাই করতে পারি নি। এই প্রশ্নটি না করলে হয়তোবা এই বিষয়টি আমার জানাই হতো না! তাহলে এবার আর কথা না বাড়িয়ে উত্তরে চলে যাই।
'পিনহোল ইফেক্ট' বলে অপটিক্যাল ফিজিক্স এ একটি টার্ম রয়েছে। আপনি বাঁকা তাকিয়ে যে স্পষ্ট দেখতে পাচ্ছেন, তা মূলত এই পিনহোল ইফেক্টের জন্যই। এই ইফেক্টে শুধু কোন নির্দিষ্ট স্থান থেকে আসা আলোকরশ্মিকে চোখের লেন্সের ফোকাসবিন্দু পর্যন্ত ঢুকতে দেওয়া হয়। এর আশেপাশে থাকা কোনো স্থান থেকে আসা আলোকরশ্মি সেখানে পৌছাতে পারে না। ফলে একটি অংশ স্পষ্ট দেখা যায়। যারা চশমা পড়েন না, তাদের বেলায়ও একই বিষয় ঘটবে, তবে চোখের পাওয়ার ঠিক থাকায় তখন স্পষ্ট-অস্পষ্টের বিষয়টি ততটা বোঝা যায় না।
পিনহোল ইফেক্টের বিষয়টা অনেকটা ক্যামেরার ফোকাস করা ছবির সাথে তুলনা করা যায়। এখানে একটি অংশ থেকে আসা আলোকে ক্যামেরা কেবল গ্রহণ করছে। বাকি অংশ তাই ঝাপসা।
পিনহোল ইফেক্টের সবচেয়ে সুন্দর উদাহরণ হলো পিনহোল ক্যামেরা। এই সম্পর্কে খান একাডেমির একটি ভিডিওর লিংক-
https://www.youtube.com/watch?v=jhBC39xZVnw
তথ্যসূত্রঃ https://www.invision2020.com/see-better-squint/