সুইচ এবং রাউটারের মধ্যে ৫টি পার্থক্য নিম্নে লেখা হলো---
১.নেটওয়ার্ককের সকল কম্পিউটারকে যুক্ত করার জন্য সুইচ ব্যবহৃত হয় আর দুটি নেটওয়ার্ককে যুক্ত করার জন্য রাউটার ব্যবহৃত হয়।
২.সুইচের দাম একটু কম আর রাউটারের দাম সুইচের তুলনায় বেশী।
৩.সুইচ নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী তথ্য পাঠাতে পারে ; রাউটার ডেটা ও উপাত্তকে পথ নির্দেশনা দেয়।
৪.সুইচের কাজের গতি খুব একটা কম না এবং রাউটার সুইচের তুলনায় ডেটাকে দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারে।
৫.সুইচ কনফিগারেশন একটু জটিল ; রাউটারের কনফিগারেশন সুইচের কনফিগারেশন থেকেও কঠিন।