আমার বাড়ি ব্রাক্ষণবাড়ীয়া। দিন দিন মানুষের ব্যক্তিগত গাড়ি বৃদ্ধি পাচ্ছে। যেমন পুরুষরা মোটরসাইকেল ব্যবহার করে। কিছু দিন পর মহিলারা ও ৩ চাকার স্কুটি ব্যবহার করবে। দিন দিন মানুষের টাকা পয়সা হবে তখন সবাই যার যার নিজস্ব গাড়ি ব্যবহার করবে। তখন আর সি এন জি অটো চালানো ব্যবসা থাকবে না। এটা আমার ধারনা। আমার ধারনা কতটুকু যুক্তিসংগত এবং ঠিক?