ওয়ার্ড প্রসেসরে তৈরিকৃত উকুমেন্টকে সুষ্ঠু ও ব্যবহার উপযোগী করে সংরক্ষণ করার ব্যবস্থাকেই ডকুমেন্ট ব্যবস্থাপনা বলে।
ডকুমেন্ট ব্যবস্থাপনার কাজগুলো নিম্নে ব্যাখ্যা করা হলো:-
ডকুমেন্ট ব্যবস্থাপনার কাজগুলো হলো:-
i. মাই ডকুমেন্ট ফোল্ডার খুলে তার মধ্যে একটি নতুন ফোল্ডার খুলতে হবে।
ii. প্রাথমিকভাবে ফোল্ডারটির নাম নিউ ফোল্ডারে লেখা থাকবে। এটিকে নিজের পছন্দমতো নামকরণ করতে হবে।
iii. তৈরিকৃত ডকুমেন্টটি সংরক্ষণের জন্য কম্পিউটারকে নির্দেশ দিলে যে ডায়লগ বক্স আসবে সেখানে ঐ ফোল্ডারটিতে ক্লিক করলে ডকুমেন্টটি নির্দিষ্ট ফোল্ডারটিতে সংরক্ষিত হবে।
iv. ডকুমেন্ট সংরক্ষণের সময় কাজের ধরন অনুযায়ী ডকুমেন্টের নামকরণ করতে হয়।