খ) ১২৫৬.৬৪ টাকা।
গ) দেওয়া আছে,
বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ ৪মিটার
এবং মাঠটির চতুর্দিকে ৫মিটার চওড়া করে ঘাস লাগানো হয়েছে।
.'. ঘাসসহ মাঠটির ব্যাসার্ধ (৪+৫)মিটার
= ৯মিটার
জানা আছে,
বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল= π*r২
.'. বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল= π*৪২ বর্গ মিটার
= ৫০.২৬৫৪৮২৪৬ বর্গ মিটার
.'. ঘাসসহ বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল= π*৯২ বর্গ মিটার
= ২৫৪.৪৬৯০০৪৯ বর্গ মিটার
.'. ঘাস লাগানো হয়েছে (২৫৪.৪৬৯০০৪৯-৫০.২৬৫৪৮২৪৬) বর্গ মিটারে
= ২০৪.২০৩৫২২৫ বর্গ মিটারে
= ২০৪.২০ বর্গ মিটারে (প্রায়)
সুতরাং, মাঠটির চতুর্দিকে ২০৪.২০ বর্গ মিটারে (প্রায়) জায়গায় ঘাস লাগানো হয়েছে।
উত্তরঃ ২০৪.২০ বর্গ মিটারে (প্রায়)।