ধন সম্পদ কখনোই মানুষকে প্রকৃত সুখের আস্বাদন দিতে পারেনা।
সুখ একটি আপেক্ষিক বিষয়।' সুখী মানুষ' নাটিকায় মোড়লের অনেক সম্পদ থাকা সত্ত্বেও তিনি অসুখী। অন্যদিকে সেই জামা বিহীন লোকটির কাছে অর্থের প্রাচুর্য নেই, তবুও সে সুখী। এতে করে প্রতীয়মান হয় যে, ধন সম্পদে প্রকৃত সুখ নাই।