'আনলাকি ১৩' আসলে আনলাকি না। এটি একটি কুসংস্কার। সাধারণত খিস্টানরা এতে বিশ্বাস করে। যুক্তরাষ্ট্রের কমপক্ষে ১০% মানুষ এই কুসংস্কারে বিশ্বাসী। আনলাকি ১৩ এর এই ভয় 'প্যারাস্কেভিডিকাট্রিয়াফোবিয়া' নামে পরিচিত। আর এই কুসংস্কারের উৎপত্তি নিয়ে অনেক মতবিরোধ আছে। তবে সর্বাধিক প্রচলিত কাহিনীটি হলোঃ
একটি দাওয়াতে জুডাস নামের একটি লোক সেখানকার ১৩তম মেহমান ছিলেন। আর তিনি জিউস এর বিরোধী ছিলেন। তাই ১৩কে আনলাকি বা অশুভ মনে করা হয়।