হা হা হা, এক টাকা আসলে কোথাও যায়নি। এটা দুইভাবে মিলানো যায়।
প্রথমত, ৩০টাকার মধ্যে ২৫টাকা পেয়েছে ম্যানেজার, ৩টাকা পেয়েছে তিন বন্ধু আর ওয়েটার ২টাকা পেয়েছে। মোট ৩০টাকা, মানে ১টাকা হাওয়া হয়ে যায়নি।
দ্বিতীয়ত, তিন বন্ধু মিলে ম্যানেজারকে দিয়েছে ২৫টাকা, ওয়েটারকে দিয়েছে ২টাকা অর্থাৎ মোট ২৭টাকা। আর ওরা নিজে পেয়েছে ৩টকা। ২৭+৩=৩০টাকা, মানে এভাবেও ১টাকা হাওয়া হয়ে যায়নি।
এই ধাঁধাঁটা শুভঙ্করের ফাঁকি নামে পরিচিত।
বিঃদ্রঃ প্রশ্নে যেভাবে বলা আছে সেভাবে কখনোই মিলানো যাবে না। কারণ ২৭টাকার ভিতরেই ২টাকা আছে। তাই আলাদাভাবে ২টাকা যোগ করার দরকার নেই। সেই ২৭টাকার মাঝে ২৫টাকা আছে ম্যানেজারের কাছে এবং ২টাকা ওয়েটারের কাছে। আসলে ২৭এর সাথে ৩বন্দ্ধুর ৩টাকা যোগ করতে হবে। এজন্যই এর নাম শুভঙ্করের ফাঁকি।