মাশায়েখ অর্থ প্রতিনিধি। অর্থাৎ, যিনি মূল ব্যক্তির অনুপস্থিতে কার্য পরিচালনা করেন। মূলত এই শব্দের অনেকগুলো প্রতিশব্দ রয়েছে। এখানে এমন কিছু শব্দ বলবো যার অর্থ প্রায় একই রকম। যেমনঃ খলীফা, প্রতিনিধি, নায়েব, নায়েবে নবী, নায়েবে রাসূল, ওরাসাতুল আম্বিয়া, খলীফাতুল্লাহ, প্রতিনিধিত্ব, স্থলাভিষিক্ততা, স্থলাভিষিক্ত দায়িত্বশীল, নবীর স্থলাভিষিক্ত, ভার প্রাপ্ত, ডেপটি, ভাইস, উত্তরাধিকারী, অধীন, সহায়তাকারী, পীরসাহেব, খেলাফত প্রাপ্ত, মহান শাসক, বিচারকের নায়েব, বাদশার নায়েব, দায়িত্বশীলের নায়েব, আমীর, নেতা, মুরুব্বী, পীর, মাশায়েখ, শায়েখ, অভিভাবক, প্রভূ, মাওলা, ইমাম, সর্দার, দয়াল, উসিলা, মুর্শিদ, শিক্ষক, ওস্তাদ, পথপ্রদর্শক, গুরু ইত্যাদি।