ক) দেওয়া আছে,
P=৮৫০০টাকা
r=৭%
=৭/১০০
=০.০৭
সময়,n=১বছর
জানা আছে,
সরল মুনাফা,I = Prn
= ৮৫০০*০.০৭*১টাকা
= ৫৯৫টাকা
(সুতরাং এর চিহ্ন) নির্ণেয় সরল মুনাফা ৫৯৫টাকা।
উত্তরঃ ৫৯৫টাকা।
খ) দেওয়া আছে,
জনাব রাসেল ব্যাংক থেকে ৭% চক্রবৃদ্ধি মুনাফায় ৮৫০০টাকা ঋণ নিলেন।
এখন,
প্রারম্ভিক মূলধন,P =৮৫০০টাকা
বার্ষিক মুনাফার হার,r =৭%
=৭/১০০
=০.০৭
সময়,n=১বছর
জানা আছে,
C =P(১+r)n
= ৮৫০০(১+০.০৭)১টাকা
=৮৫০০(১.০৭)টাকা
=৮৫০০*১.০৭টাকা
=৯০৯৫টাকা
(সুতরাং এর চিহ্ন) ১ম বছর শেষে ২৫০০টাকা পরিশোধ করার পর বাকি থাকে (৯০৯৫-২৫০০)টাকা
= ৬৫৯৫টাকা
সুতরাং, ২য় বছরের প্রারম্ভিক মূলধন হবে ৬৫৯৫টাকা।
উত্তরঃ ৬৫৯৫টাকা।
গ) 'খ' হতে পাই,
২য় বছরের প্রারম্ভিক মূলধন,P =৬৫৯৫টাকা
বার্ষিক মুনাফার হার,r =৭%
=৭/১০০
=০.০৭
সময়,n =১বছর
(সুতরাং এর চিহ্ন) ,C= P(১+r)n
= ৬৫৯৫(১+১০.০৭)১টাকা
=৬৫৯৫*১.০৭টাকা
= ৭০৫৬.৬৫টাকা
(সুতরাং এর চিহ্ন) ২য় বছর শেষে ২৫০০টাকা পরিশোধ করার পর বাকি থাকবে (৭০৫৬.৬৫-২৫০০)টাকা
= ৪০৫৬.৬৫টাকা
আবার,
৩য় বছরের প্রারম্ভিক মূলধন,P =৪০৫৬.৬৫টাক
বার্ষিক মুনাফার হার,r =৭%
=৭/১০০
=০.০৭
সময়,n =১বছর
(সুতরাং এর চিহ্ন) ,C= P(১+r)n
= ৪০৫৬.৬৫(১+১০.০৭)১টাকা
=৪০৫৬.৬৫*১.০৭টাকা
= ৪৮৭৫.৬১৫৫টাকা
(সুতরাং এর চিহ্ন) ৩য় বছর শেষে ২৫০০টাকা পরিশোধ করার পর বাকি থাকবে (৪৮৭৫.৬১৫৫-২৫০০)টাকা
= ২৩৭৫.৬১৫৫টাকা
= ২৩৭৫.৬২টাকা (প্রায়)
সুতরাং ৩য় কিস্তি পরিশোধের পর ২৩৭৫.৬২টাকা (প্রায়) বাকি থাকবে।
উত্তরঃ ২৩৭৫.৬২টাকা(প্রায়)।