আসলে এই প্রশ্নটির উত্তর নিয়ে অনেক মতবিরোধ আছে। 'কম্পিউটার' নামক এই যন্ত্রটি আবিষ্কারের পেছনে অনেকেরই অবদান আছে। তবে এর জনক হিসেবে একেকজন গবেষক একেকজনের নাম উল্লেখ করেছেন। এই মতবিরোধের তালিকায় যাদের নাম আছে তাদের মাঝে উল্লেখযোগ্য হলেন চার্লস ব্যাবেজ, অ্যালান টিউরিং, জন অ্যাটানসোফ, জন ভন নিউম্যান, কনরাড যুজে প্রমূখ। আপনি কাকে 'কম্পিউটারের জনক' হিসেবে মেনে নিবেন সেটা আপনার উপর নির্ভর করে। যদিও আমার মতে, জনক নিয়ে বিতর্ক করা অনর্থক। কারণ, সবার মিলিত প্রচেষ্টাতেই আমরা আজকের 'আধুনিক কম্পিউটার' পেয়েছি। তাই আমাদের সবার প্রতি সমান শ্রদ্ধাশীল হওয়া উচিৎ।