আমার দেওয়া উত্তর যেগুলো সর্বোত্তম হিসেবে দেওয়া হয়েছিল ।তার মধ্যে অল্প কিছু উত্তরকে খোলা করে উত্তর দিয়েছেন। দয়া করে এইরকম করবেন না ।।যেখানে সর্বোত্তম নির্বাচন করা হয়নি সেখানে উত্তর দিন কিন্তু সর্বোত্তম হিসেবে দেওয়া হয়েছিল সেগুলো খুলে উত্তর দেওয়া কেমন কথা? আশা করি এমনটা আর করবেন না।।