শব্দ এক ধরনের তরঙ্গ। এই শক্তি সঞ্চালিত হয় শব্দ-তরঙ্গের মাধ্যমে । শব্দ তরঙ্গ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। কোনো মাধ্যমের কণাগুলোর বা স্তরসমূহের সংকোচন ও প্রসারণের সৃষ্টির মাধ্যমে এই তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়। শব্দের প্রতিফলন ও প্রতিসরন ঘটে। শব্দের একক হলো জুল। কারন শব্দ হলো এক প্রকার শক্তি। আর বিশ্বের সকল শক্তির একক জুল।০ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ ৩৩২মি/সে এবং তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বায়ুতে শব্দের বেগ বৃদ্ধি পায়। যেমন- ২০ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ ৩৪৪মি/সে।